ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভাসান চরে নৌবাহিনীর করোনা সচেতনতামূলক কার্যক্রম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভাসান চরে নৌবাহিনীর করোনা সচেতনতামূলক কার্যক্রম

ছবি : আইএসপিআর

করোনাভাইরাস মোকাবিলায় ভাসান চরে জেলেদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা  ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।     

এতে বলা হয়, দেশব্যাপী করোনা সংক্রমণ মোকাবিলায় নৌবাহিনীর কন্টিনজেন্ট শনিবার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় দরিদ্র জেলে, রাখাল ও শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে।

করোনার প্রকোপ থেকে ভাসান চরকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে গত ২৪ মার্চ থেকে ভাসান চরকে লকডাউন করা হয়। পাশাপাশি ভাসান চরের অভ্যন্তরীণ সুরক্ষা বজায় রাখার জন্য নৌবাহিনীর সদস্যরা প্রকল্পের কাজে নিয়োজিত প্রকৌশলী, শ্রমজীবী মানুষ এবং স্থানীয় জেলে ও রাখালদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলার জন্য প্রয়োজনীয় দিক—নির্দেশনা দেন। এছাড়াও নৌবাহিনীর পক্ষ থেকে ভাসান চরে অবস্থানরত সবার মাঝে মাস্ক বিতরণ করা হয়।

পরবর্তীতে ভাসান চরের প্রায় শতাধিক শ্রমজীবী মানুষ, স্থানীয় দরিদ্র জেলে ও রাখালদের মধ্যে চাল, ডাল, চিড়া, তেল, গুড়, চিনি এবং মিনারেল ওয়াটারসহ বিভিন্ন ত্রানসামগ্রী বিতরণ করা হয়।


হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়