ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোয়ারেন্টাইনে বিমানের ৪ পাইলট ও ১৪ ক্রু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোয়ারেন্টাইনে বিমানের ৪ পাইলট ও ১৪ ক্রু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪ পাইলট ও ১৪ জন ক্রুকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

করোনা আশঙ্কায় ৩২৭ জাপানি নাগরিকদের দেশে ফিরিয়ে টোকিও থেকে ফেরার পর শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২২ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়।  এদের মধ্যে ৪ জন পাইলট ও ১৪ জন ক্রু রয়েছেন।

এছাড়া গ্রাউন্ড সার্ভিসে ট্রাফিকের একজন, ফ্লাইট অপারেশনের একজন এবং প্রকৌশল বিভাগের দুইজন সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বলেন, বিমানের ফ্লাইট থেকে ফেরা পাইলট এবং কেবিন ক্রুদের আমাদের বিমানবন্দর হেলথ ডেস্ক থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।  নির্দেশনা অনুযায়ী তারা ১৪ দিনের কোয়ারেন্টাইনে চলে গেছেন।

এর আগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ৩২৭ জন জাপানি নাগরিককে নিয়ে নারিতা বিমানবন্দরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।  ফিরতি ফ্লাইটটি শুক্রবার ভোরে ঢাকায় অবতরণ করে।


নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়