ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৪ এপ্রিল পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৪ এপ্রিল পর্যন্ত বিমানের সব ফ্লাইট বন্ধ

করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধের সময়সীমা ৭ দিন বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর ফলে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির।

রোববার (০৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার।    

তিনি জানান, এই সময়ের মধ্যে যাদের টিকিট ছিল, তারা চাইলে মূল্য ফেরত নিতে পারবেন।  নতুবা পরে সমন্বয় করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বিমানের যাত্রীবাহী ফ্লাইট চলাচল। এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট যাবে না। দেশের অভ্যন্তরেও কোনো ফ্লাইট চলাচল করবে না।  তবে বিশেষ কার্গো ফ্লাইট ও নিয়মিত কার্গো ফ্লাইট যথারীতি চলবে। 

এর আগে, অভ্যন্তরীণ রুট ও যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশ ও অন্য ১০ দেশের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

 

ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়