ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় আক্রান্তদের মধ্যে ১১ জন রাজধানীর টোলারবাগের, বাসাবোর ৯

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় আক্রান্তদের মধ্যে ১১ জন রাজধানীর টোলারবাগের, বাসাবোর ৯

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১১ জনের বাসা রাজধানীর মিরপুরের টোলারবাগে। নয়জনের বাসা বাসাবোতে।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মীরজাদী সেব্রিনা জানান, আক্রান্তদের মধ্যে ১১ জনের বাড়ি নারায়ণগঞ্জ। যেসব এলাকায় করোনায় আক্রান্তদের সংখ্যা বেশি সেসব এলাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। এছাড়া, ওই সব এলাকায় কারো মধ্যে সামান্য উপসর্গ দেখা দিলেও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এরমধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে ১৮ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।’

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে আক্রন্ত হয়ে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৮৮ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন। আর বিশ্বের ২০৬টি দেশে মহামারি করোনায় প্রাণ গেছে ৬৪ হাজার ৭৫৪ জনের।

 

ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়