ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে ব্যবস্থা নেওয়া হবে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী আরো বলেন, কোয়ারেন্টাইন না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা বিদেশ থেকে ফেরত এসেছেন এবং কোয়ারেন্টাইন মানছেন না, আপনারা কি ইতালি-স্পেনের মতো পরিস্থিতি দেখতে চান? অনুরোধ থাকবে, আপনারা ঘরে থাকুন। পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা করুন।

জনগণের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রতি মমতা থাকলে আপনারা ঘরে থাকুন। ঘর থেকে বের হবেন না। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখুন। কেউ যদি সরকারের নিয়ম না মেনে চলেন, তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


ঢাকা/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়