ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তাপপ্রবাহ চলবে, সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভবনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৯, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তাপপ্রবাহ চলবে, সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভবনা

বৈশাখ আসার আগেই তাপদাহ। করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি ও যান চলাচল বন্ধ থাকায় তাপমাত্রা অনুমান করা না গেলেও আবহাওয়া অধিদপ্তর বলছে ঢাকাসহ সাত জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এটি আরো বিস্তৃত হতে পারে। তবে সপ্তাহের শেষে অর্থাৎ বৃহস্পতিবার অথবা শুক্রবার বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভবনাও রয়েছে।

সোমবার (৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং আরো কয়েকটি জেলায় বিস্তার হতে পারে।

তিনি বলেন, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা, বরিশাল বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভবনা রয়েছে।

তিনি বলেন, ‘ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে তিন দিন পর বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভবনা রয়েছে।’



ঢাকা/নূর/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়