ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুই আইনের খসড়া অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই আইনের খসড়া অনুমোদন

মৎস‌্য ও মৎস‌্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন-২০২০ এর খসড়া এবং বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক‌্যাল মেজারমেন্টস আইন-২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০৬ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইন দুটির খসড়া অনুমোদন দেওয়া হয়।

বেঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

এতে আসন্ন রমজান মাসে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময় নির্ধারণ করা হয়। সরকারি অফিসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময় সূচি ঠিক করা হয়। বেসরকারি অফিসে নিজেদের মতো সময়সুচি ঠিক করে নেবে বলে সিদ্ধান্ত হয়।

বৈঠকে ১১-১২ ফেব্রুয়ারি-২০২০ মেয়াদে ইতালির রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর ৪৩তম গভনির্ং কাউন্সিলের সভায় পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। তাছাড়া ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ইন্টেগ্রেটিং বিমসটিক- ২০২০ শীর্ষক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।



নঈমুদ্দীন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়