ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৭টা বাজতেই দোকান বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭টা বাজতেই দোকান বন্ধ

ফাইল ফটো

কাঁচাবাজার ও সুপার শপ প্রতিদিন (পরবতর্ী নির্দেশ না দেওয়া পর্যন্ত) সন্ধ্যা ৭টার পর বন্ধ করার নির্দেশনা মেনে রাজধানীর অধিকাংশ এলাকার দোকানপাট বন্ধ করতে দেখা গেছে। প্রধান সড়কের পাশের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার মুদিপণ‌্যের দোকান, চা-সিগারেটের দোকান ও খাবার হোটেল সব কিছুই বন্ধ করে বাসায় চলে গেছেন ব্যবসায়ীরা।

এর আগে সোমবার (০৬ এপ্রিল) কাঁচাবাজার ও সুপার শপ প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে, এরপর বন্ধ করতে হবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলামের নির্দেশে সিদ্ধান্ত হয়। আর এই নির্দেশনা অমান‌্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

কথা হয় ধানমন্ডি এলাকার মুদি পণ‌্যের ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আজ বিকেলে পুলিশ এসে আমাদের জানিয়ে গেছে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করতে। তাই আমি পুলিশের আদেশ অনুযায়ী দোকান বন্ধ করে চলে যাচ্ছি।

তিনি বলেন, করোনাভাইরাসের ভয় আমাদেরও আছে। আমরাও মানুষ। দোকান খোলা রাখি কারণ আমরা দিন আনি দিন খাই।  দিনের পর দিন দোকান বন্ধ থাকলে না খেয়ে মরতে হবে। তবে আমি সরকারের আদেশ অনুযায়ী ব্যবসা করি। যেহেতু এখন দেশে একটা দুর্যোগ চলছে তাই সরকারের নির্দেশনা পালন করার চেষ্টা করবো।

এর আগে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এ নির্দেশের আওতায় আসবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম উদ্ভূত এ সংকট মোকাবিলায় সবার সহযোগিতা চেয়েছেন।

এদিকে এমন ঘোষণার পর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।  মাইকে ঘোষণা দিয়ে দোকানপাট বন্ধ করতে বলা হচ্ছে।


ঢাকা/ হাসিবুল/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়