ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৭৫ মণ চাল দিলেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্ল্যাহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৭৫ মণ চাল দিলেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্ল্যাহ

করোনাভাইরাসের কারণে আয়-রোজগারহীন নিম্নবৃত্ত মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া।

তিনি নিজ এলাকা ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন জায়গায় স্বল্প আয়ের মানুষের মধ‌্যে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া রাইজিংবিডিকে জানান, আমার এলাকা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নসহ পাশ্ববর্তী এলাকায় দরিদ্র মানুষের মধ‌্যে বিতরণের জন্য ৭৫ মণ চাল কিনেছি।  সঙ্গে ডাল, আলু ও সাবান কিনেছি। এরইমধ্যে নুরাবাদ ইউনিয়নে ২৫ মণ চালসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পর্যায়ক্রমে পাশ্ববর্তী এলাকায় দরিদ্র মানুষের মধ‌্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলবে।

বর্তমান এ সংকটময় মুহূর্তে প্রত্যেক স্বচ্ছল ব্যক্তিকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত বলে মনে করেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্ল্যাহ।


ঢাকা/মেহেদী/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়