ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কাপাসিয়ায় নারয়ণগঞ্জ ফেরত যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৪, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাপাসিয়ায় নারয়ণগঞ্জ ফেরত যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ

গাজীপুরের কাপাসিয়াতে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ((৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম।

নিহত যুবক কাপাসিয়ার টোক ইউনিয়নের উলুসারা এলাকায় বাসিন্দা। নিহতের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

ডাক্তার আব্দুস সালাম জানান, ওই যুবক নারায়ণগঞ্জ থেকে কিছুদিন আগে বাড়িতে আসেন। খোঁজ খবর নিয়ে জানা গেছে- তার অল্প ঠাণ্ডা-কাশি ছিল।  কিন্তু তিনি স্বাস্থ্য কেন্দ্রে আসেননি। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মৃত যুবক ও তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে লোক পাঠানো হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। ওই যুবকের দাফন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী করা হবে।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসমত আরা জানান, নিহত যুবক ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে। পরীক্ষার ফলাফল এলে বলা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কী-না। আপাতত ওই বাড়িতে লাল পতাকা দেয়া হয়েছে এবং পরিবারের সদস্যদের হোম কোয়রেন্টাইনে থাকার নির্দেশ দেয় হয়েছে।

 

গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়