ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্পিকারের নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পিকারের নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ

অসহায়-দুস্থ পরিবারের মধ‌্যে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (০৮ এপ্রিল) স্পিকারের পক্ষে  রংপুরের পীরগঞ্জ উপজেলায় উদ্ভূত করোনা পরিস্থিতিতে অসহায়-দুস্থ পরিবারের মধ‌্যে ত্রাণ বিতরণ করা হয়।

স্পিকারের ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করে পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

এসময় প্রত্যেক পরিবারের মধ‌্যে পাঁচ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল, একটি সাবান ও একটি মাস্ক বিতরণ করা হয়।

উপজেলার ১ নং চৈত্রকোল, ২ নং ভেণ্ডাবাড়ী, ৪ নং কুমেদপুর, ৬ নং টুকুরিয়া, ৭ নং বড় আলমপুর, ৮ নং রায়পুর ও ১১ নং পাঁচগাছী সর্বমোট ৭টি ইউনিয়নের ৩৫০টি পরিবারের মধ‌্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

স্পিকার এক বার্তায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন- কৃষি শ্রমিক, দিনমজুর, রিকশা ও ভ্যান চালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যাক্তা/বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখাসহ ত্রাণ সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। 


ঢাকা/ আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়