ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শেরেবাংলা নগরে বস্তি লকডাউন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেরেবাংলা নগরে বস্তি লকডাউন

একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় রাজধানীর শেরে বাংলা নগর এলাকার একটি বস্তি লকডাউন করে দিয়েছে পুলিশ। এ কারণে বস্তির ভেতর থেকে কেউ বের কিংবা প্রবেশ করতে পারছেন না।

বুধবার (৮ এপ্রিল) বস্তিটি লকডাউন করা হয় বলে জানিয়ে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম মুন্সী রাইজিংবিডিকে বলেন, বস্তিতে বসবাসকারী এক জনের দেহে পরীক্ষা-নিরীক্ষার পর কোরোনাভাইরাসের পজিটিভ পাওয়া যায়। এরপরই আইইডিসিআরের নির্দেশে আমরা বস্তিতে লকডাউন করেছি। মূলত ভাইরাসটি যাতে আর কারো শরীরে সংক্রমিত হতে না পারে সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বস্তিবাসীকে সতকর্ও করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার শেরেবাংলা নগরের ওই বস্তিতে একজন পুরুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এসময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তির দুই দিকের প্রবেশপথে পুলিশি পাহারা বসানো হয়েছে।


ঢাকা/মাকসুদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়