ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নমুনা সংগ্রহ ও রোগী পরিবহনে ৩টি বাহন প্রস্তুত রাখার নির্দেশ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নমুনা সংগ্রহ ও রোগী পরিবহনে ৩টি বাহন প্রস্তুত রাখার নির্দেশ

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ও রোগী পরিবহনের জন‌্য প্রতি জেলায় কমপক্ষে তিনটি যানবাহন প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়।

বুধবার (০৮ এপ্রিল) মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দিয়ে সব ডিসিদের (জেলা প্রশাসক) চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলায় প্রতিটি জেলায় ডিসিদের আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা মোকাবিলায় সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে।

চিঠিতে আরও বলা হয়, আক্রান্ত করোনা রোগী শনাক্ত করার লক্ষ্যে এরইমধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগে কয়েকটি টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে।  প্রতিটি জেলায় নমুনা সংগ্রহের জন্য কমপক্ষে দুটি যানবাহন (গাড়ি) ও রোগী পরিবহনের জন্য একটি মাইক্রোবাস প্রস্তুত রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী নির্দেশ দিয়েছেন।

তাই করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রতি জেলায় করোনা রোগীর নমুনা সংগ্রহে কমপক্ষে দুটি যানবাহন (গাড়ি) ও রোগী পরিবহনের জন্য একটি মাইক্রোবাস প্রস্তুত রাখতে হবে।


ঢাকা/আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়