ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘সব ধরনের চিকিৎসা দেবে ৬৯ বেসরকারি মেডিক্যাল’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সব ধরনের চিকিৎসা দেবে ৬৯ বেসরকারি মেডিক্যাল’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ৬৯টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। সেখানে সব ধরনের চিকিৎসা দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে এখন করোনাভাইরাসের সংক্রমণ চলছে। সরকারের পাশাপাশি যে কোনো দুর্যোগে এই ৬৯টি বেসরকারি মেডিক্যাল কাজ করবে।’ 

তিনি আরো বলেন, ‘প্রাইভেট হাসপাতালগুলো সার্বক্ষণিক খোলা রয়েছে। যেকোনো রোগে আক্রান্ত হলে আপনারা নিকটবর্তী যেকোনো হাসপাতালে যাবেন, আপনার সেবা পাবেন। সরকারের পাশে থেকে যা করা দরকার আমরা করব।’

স্বাস্থ্য বুলেটিনের এক পর্যায়ে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে থাকাকালীন যুক্ত হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, ‘এই দুর্যোগে আমরা আপনাদের সঙ্গে আছি। জাতিকে যে ধরনের চিকিৎসা দেওয়া দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ এ সময় তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান।

 

ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়