ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা ছাড়লেন ১২৩ জার্মানির নাগরিক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা ছাড়লেন ১২৩ জার্মানির নাগরিক

করোনাভাইরাসের দীর্ঘমেয়াদি প্রভাবের আশঙ্কায় প্রথমবারের মতো ঢাকা ছাড়লেন ১২৩ জন জার্মান নাগরিক। এর মধ্যে কূটনীতিক, তাদের পরিবারের সদস্য ছাড়াও রয়েছেন দেশটির সাধারণ নাগরিক।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা রওনা দেন।  তাদের বহনকারী উড়োজাহাজটি জার্মানির ফ্র্যাঙ্কফুট বিমানবন্দরে পৌঁছাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় চার্টার্ড ফ্লাইটে জার্মান নাগরিকদের ফিরতে হয়েছে।  দুপুরের আগে জার্মানি অভিমুখী একটি ফ্লাইট ঢাকার বিমানবন্দরে অবতরণ করে।  ফ্লাইটের ফাঁকা আসনগুলোতে বাংলাদেশ থেকে জার্মান নাগরিকরা ওঠেন।

করোনাভাইরাসের প্রকোপের পর এ নিয়ে ৭ দফায় মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, রাশিয়া, মালদ্বীপসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়ে গেছে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার।

 

ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়