ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা মোকাবিলায় ২৫ কোটি টাকা সুইস সহায়তা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩০, ১১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় ২৫ কোটি টাকা সুইস সহায়তা

করোনাভাইরাস মোকাবিলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড।

শনিবার (১১ এপ্রিল) ঢাকায় অবস্থিত সুইস দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, সুইজারল্যান্ড এই সংকট মোকাবিলায় বাংলাদেশকে প্রাথমিক ভাবে ২ দশমিক ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক প্রদান করবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা।

এ সহায়তা স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে। এছাড়া, বর্তমানে আরো প্রকল্প সহায়তা প্রক্রিয়াধীন রয়েছে বলেও দূতাবাস জানিয়েছে।

জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্টকে করোনা মোকাবিলায় সুইজারল্যান্ড ১৪ দশমিক ৪ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক প্রদান করছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২৬ কোটি টাকা।

কোভিড-১৯ ঝুঁকি প্রতিরোধ ও হ্রাস করার জন্য আর কী কী করা যায়, সুইজারল্যান্ড তা বাংলাদেশ সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলির সঙ্গে আলোচনা করছে বলেও দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


ঢাকা/হাসান/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়