ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিলো নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিলো নৌবাহিনী

করোনা মোকাবিলায় নৌবাহিনীর পক্ষ হতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জন্য পিপিই, মাস্ক, গ্লোভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন চিকিৎসা ও নিরাপত্তা সামগ্রী দিয়েছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নৌবাহিনীর পক্ষে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ডা. আফরোজা আওরঙ্গজেব শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

আইএসপিআর এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল করিম শাম্মী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

তিনি বলেন, এরই অংশ হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার এবং নার্সদের জন্য ৭০০ পিস পিপিই, ১৪০০ পিস মাস্ক, ৮০০ সেট গ্লোভস, ৪০০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ১০ পিস আইআর থার্মোমিটার, ১০০০ পিস পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়।


সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়