ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাড়ি ভাড়া মওকুফে রোড মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২২, ২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাড়ি ভাড়া মওকুফে রোড মার্চ

বাড়ি ভাড়া ভর্তুকি দিয়ে মওকুফের দাবিতে রোড মার্চের পরিকল্পনা করেছে একটি বেসরকারি সংগঠন।

শনিবার (২ মে) নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৭ ও ১৮ এপ্রিল প্রতীকী এবং ২১-২২-২৩ এপ্রিল আমরণ অনশনের পর সরকারি আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি সাময়িক স্থগিত করলেও বাড়ি ভাড়ার সমস্যা সমাধান না হওয়ায় আগামী ৪ মে সকাল ১০টায় রোড মার্চের এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রোড মার্চ শেষে স্মারকলিপি প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে, সরকার ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া মওকুফ করতে অপারগ হলে অন্তত ইউটিলিটি বিল বাড়িওয়ালাদের মাফ করে দিয়ে আগামী ৪ মাস বাড়ি ভাড়া না নেওয়ার প্রজ্ঞাপন জারির জন্য আহবান জানানো হয়।


ঢাকা/মাকসুদ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়