ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ফের সিসিইউতে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ফের সিসিইউতে

রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে ফের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেওয়া হয়েছে।

শনিবার রাতে অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বলেন, বাবা গত দুদিন কেবিনে ছিলেন। অবস্থা অবনতির দিকে গেলে ফের বাবাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেওয়া হয়েছে। এর আগে গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তির পর তাকে সিসিইউতে রাখা হয়। দুদিন পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। এখন ফের সিসিইউতে রাখা হয়েছে।

তিনি বলেন, বাবার শারীরিক কন্ডিশন ভীষণ দুর্বল। পর্যাপ্ত পুষ্টির জন্য সিসিইউতে রেখে তাকে রাইলস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। তার কনশাসনেস লেভেল এখনও বেশ কম।

এর আগে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, স্যারের হার্ট ও কিডনিজনিত সমস্যা রয়েছে। রক্তে ইনফেকশন রয়েছে। একই সঙ্গে বার্ধক্যজনিত নানা জটিলতা রয়েছে।


ঢাকা/ইয়ামিন/নাসিম 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়