ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩১, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে কারণে সাধারণ ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ মে) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে  ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু রোজার মাস তাই আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। কিছু কিছু জিনিস আমরা উন্মুক্ত করে দিচ্ছি। কিন্তু সেখানে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। অন্যদেরটাও দেখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘করোনার কারণে ব্যবসা বাণিজ্য থমকে গিয়েছিল। ইতিমধ্যে আমরা ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা দিয়েছিলাম। সেটাকে আমরা ১৫ মে পর্যন্ত চাচ্ছি। এখন যেহেতু রমজান মাস। এ মাসে যাতে কেনা বেচা চলতে পারে সে জন্য কিছু দোকান পাট খোলার নির্দেশ দিয়েছি।’

তিনি বলেন, ‘অর্থনীতির চাকাটা সচল রাখতে ও রোজার কারণে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। সীমিত আকারে সরকারি অফিস আদালতও চলবে। যাতে মানুষের কষ্ট না হয়। আর সামনে ঈদ। ঈদের আগে মানুষ যাতে কেনাকাটা বা যা যা দরকার তা করতে পারে। কিন্তু জনসমাগম করা যাবে না।’

এ সময় করোনা মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।  



ঢাকা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়