ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৮

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত  ৬৮৮

করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১৮২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৮৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জনে দাঁড়িয়েছে।

সোমবার (৪ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ১ হাজার ২০৯ জন। নতুন করে তিনটি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখন দেশে মোট ৩৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৩১৫। পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৬০ জনের । নমুনা সংগ্রহের হার বেড়েছে ২১ দশমিক ১১ শতাংশ। পরীক্ষা বেড়েছে ১৬ দশমিক ৬১ শতাংশ। মোট পরীক্ষা করা হয়েছে ৮৭ হাজার ৬৯৪ জনের।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নিহত পাঁচজনই পুরুষ। এরমধ্যে তিনজন ঢাকার, একজন সিলেটের অন্যজন ময়মনসিংহের। বয়সের হিসেবে নিহতদের তিনজনের বয়স ৬০ বছরের উপরে, একজনের ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, আরেকজন ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। মোট নিহতদের মধ্যে ৭৩ শতাংশ পুরুষ, ২৭ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৯০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১ হাজার ৬৩৬ জন।

 

ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়