ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দিল্লি থেকে ফিরলেন আরও ১৩০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৫ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিল্লি থেকে ফিরলেন আরও ১৩০ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে ভারতের রাজধানী দিল্লিতে আটকে পড়া আরও ১৩০ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

মঙ্গলবার (০৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে দিল্লি থেকে ১৩০ যাত্রী নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, দিল্লিফেরত সবাই হেলথ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে রোববার (০৩ মে) কলকাতা ও মুম্বাই থেকে দুই ফ্লাইটে ২৩১ জন দেশে ফেরেন।  তার আগে শনিবার (০২ মে) দিল্লি থেকে ১৫১ ও শুক্রবার  (০১ মে) কলকাতা থেকে ৭৩ জন বাংলাদেশিকে চাটার্ড ফ্লাইটে দেশে ফেরায় রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।


ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়