ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাড়া না মেলায় লাগেজ ভ‌্যানের রুট পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাড়া না মেলায় লাগেজ ভ‌্যানের রুট পরিবর্তন

সাধারণ ছুটির মধ্যে গণপরিবহন বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের জন্য গত ১ মে (শুক্রবার) থেকে তিনটি রুটে বিশেষ লাগেজ ভ্যান পার্সেল ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। তবে এসব রুটে পণ্য পরিবহনে কৃষকের সাড়া মেলেনি।  তাই ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

এখন থেকে চট্টগ্রাম-ঢাকা রুটের পার্সেল স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম-সরিষাবাড়ী রুটে চলাচল করবে।

বুধবার (০৬ এপ্রিল) পূর্বাঞ্চলের রেলওয়ের চিফ অপারেটিং সুপারিটেনডেন্টের কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে।

দুদিন আগে প্রথম দফায় ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলাচল করা পার্সেল স্পেশাল ট্রেনটির রুট পরিবর্তন করে (সোমবার, ৪ মে) ঢাকা-ময়মনসিংহ রুটে চালানো হয়।

এছাড়া পার্সেল স্পেশাল ট্রেন চালুর প্রথম দিন থেকেই খুলনা থেকেও একটি ট্রেন চালুর কথা ছিলো।  কিন্তু কোনো পণ্য না পাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। আর  চালুর তৃতীয় দিনে চট্টগ্রাম রুটের পার্সেল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

লাগেজ ভ্যান ট্রেন চালুর তিন দিনের মাথায় দুটি রুটের ট্রেন চলাচল বন্ধ ও একটি রুটের ট্রেন চলাচল পরিবর্তন করেছিল রেল কর্তৃপক্ষ।

 

ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়