ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা মোকাবিলায় ম‌নে সাহস রাখতে বল‌লেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় ম‌নে সাহস রাখতে বল‌লেন প্রধানমন্ত্রী

ক‌রোনাভাইরাস মোকা‌বিলায় দেশবাসী‌কে ম‌নে সাহস রাখার আহ্বান জা‌নি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, বাংলা‌দেশ বাধা উপেক্ষা ক‌রে এগ‌ি‌য়ে যা‌বে।

রোববার (১০ মে) সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণের সময় প্রধানমন্ত্রী এ আহ্বান ও আশাবাদ ব‌্যক্ত করেন।

প্রধানমন্ত্রী ব‌লেন, ‘করোনাভাইরাসের কারণে বিরাট ধাক্কা লেগেছে, বাধা এসেছে।  তবে আশা করি বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে।  অসুখ-বিসুখে চিকিৎসার পাশাপাশি মনের জোর ও আত্মবিশ্বাসের কারণে অনেকটা সুস্থ হওয়া যায়।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পক্ষে এসব অনুদান গ্রহণ করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তার কার্যালয়ের (পিএমও) সঙ্গে সংযুক্ত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সব নির্দেশনা মেনে চলার আহ্বান জা‌নি‌য়ে প্রধানমন্ত্রী ব‌লেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, কোনো বড় জায়গায় একসঙ্গে না হওয়া, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।  সংক্রমিত না হওয়ার দিকে দৃষ্টি দিতে হবে।

পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাকে দূরে ঠেলে না দি‌য়ে চি‌কিৎসা করা‌নোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয় দেশের আরও ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তি।  প্রধানমন্ত্রী এ সময় কোভিড-১৯ মোকাবিলায় সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসায় এসব প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তিকে ধন্যবাদ জানান।

এর আগেও কয়েক ধাপে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিরা।


ঢাকা/পার‌ভেজ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়