ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএমপিকে এক হাজার পিপিই দিলো এনআইবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিএমপিকে এক হাজার পিপিই দিলো এনআইবি

পুলিশের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে এক হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) হস্তান্তর করেছে সামাজিক প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ’ (এনআইবি)।

রোববার (১০ মে) এনআইবির উদ্যোগে ডিএমপির কাছে এ পিপিই হস্তান্তর করা হয়। ডিএমপির পক্ষ থেকে পিপিইগুলো গ্রহণ করেন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার)।

এ সময় ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও এনআইবির যুগ্ম-সম্পাদক মাসুদ কবির, এনআইবির নির্বাহী সদস্য আমিরুল মোমেনিন মানিক এবং এনআইবির সদস্য আমিনুল ইসলাম শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

পিপিই গ্রহণের সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) জানান, করোনার কারণে সৃষ্ট এই দুর্যোগেও ডিএমপির সদস্যরা জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ইতিমধ্যে পুলিশের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এনআইবির হস্তান্তর করা পিপিইগুলো পুলিশের করোনা ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে।

 

ঢাকা/ হাসিবুল/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়