ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বাংলাদেশকে ৪ হাজার পিপিই দিলো জাপান দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ১২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাংলাদেশকে ৪ হাজার পিপিই দিলো জাপান দূতাবাস

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারকে চার হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ঢাকার জাপান দূতাবাস।

মঙ্গলবার (১২ মে) ঢাকার জাপান দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এসব পিপিই হস্তান্তর করা হয়।

জাপান দূতাবাস জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলামের কাছে এসব পিপিই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রধান প্রতিনিধি হিরাথা হিতোয়িশি।

জাপানের দেওয়া চার হাজার পিপিইর মধ্যে দু’হাজার পিপিই নরসিংদী, কক্সবাজার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের দেওয়া হবে। বাকি দু’হাজার পিপিই ঢাকা মেডিক্যাল কলেজ ও কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সিং সার্ভিস শক্তিশালীকরণ প্রকল্পের কর্মীদের বিতরণ করা হবে।

করোনাভাইরাস মোকাবিলায় জাপান বাংলাদেশকে ইউনিসেফ, আইওএম, ইউএনএইচসিআর ও আইএফআরসির মাধ্যমে ১০ মিলিয়ন মার্কিন ডলার জরুরি সহায়তা দিয়েছে।


ঢাকা/হাসান/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়