ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন দাবা চ্যাম্পিয়ন ব্র্যাক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন দাবা চ্যাম্পিয়ন ব্র্যাক

প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় অনলাইন দাবা টুর্নামেন্ট।

বাংলাদেশ চেস এরিনার (বিসিএ) তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয় ও মেডিক‌্যাল কলেজ মিলিয়ে মোট ২০টি প্রতিষ্ঠান। বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১০ টি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১৩৬ জন প্রতিযোগী ।

এতে চ্যাম্পিয়ন হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে বুয়েট ও তৃতীয় স্থান লাভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

টুর্নামেন্টে সেরা পুরুষ দাবাড়ু হন ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের অনত চৌধুরী ও সেরা মহিলা দাবাড়ু হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তামান্না তাসনিম।

টুর্নামেন্ট এর আর্থিক সহযোগিতায় ছিল বাংলাদেশ দাবা খেলোয়াড় সমিতি। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ চেস এরিনার প্রতিষ্ঠাতা কাজী আবদুল্লাহ শাকিল।


ঢাকা/ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়