ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অচেতন অবস্থায় পাওয়া গেলো ইঞ্জিনিয়ার সুজনকে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অচেতন অবস্থায় পাওয়া গেলো ইঞ্জিনিয়ার সুজনকে

ইঞ্জিনিয়ার জাফর ইকবাল সুজনকে অচেতন অবস্থায় পাওয়া গেছে।

রোববার (১৭ মে) দিবাগত রাত ২ টার পর রাজধানীর তিনশ ফুট রাস্তার পাশে থেকে তাকে উদ্ধার করা হয়। দক্ষিণ খান থানার ডিউটি অফিসার এসআই জগেন্দ্র নাথ বলেন, সুজনের স্বজনেরা জানিয়েছেন তাকে (সুজনকে) পাওয়া গেছে।

সুজনের ছোট ভাই শামীম বলেন, দক্ষিণ খান থানায় জিডি করার পর তার সন্ধানে এয়ারপোর্ট, কুর্মিটোলা, তিনশ ফুট রাস্তাসহ বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেওয়া হয়।  এরই মধ্যে তিনশ ফুট রাস্তায় পুলিশ ফাঁড়িতে গিয়ে যোগাযোগ করলে, পরে তারা অচেতন অবস্থায় সুজনকে উদ্ধার করে।

এর আগে তার নিখোঁজের ঘটনায় দক্ষিণ খান থানায় জিডি (নম্বর ৬১৩) করা হয়।

প্রসঙ্গত, রাত সাড়ে ৯টার দিকে সুজন হাতিরঝিলের একটি অফিসে মিটিং শেষে তিন বন্ধু মিলে বের হন।  পরে দুজন পায়ে হেঁটে রামপুরা ব্রিজের ওপর আসেন।  এ সময় সুজন একটি সিএনজিতে ৫০ টাকা ভাড়া চুক্তিতে ওঠেন উত্তরা হাউজবিল্ডিং বাসায় যাওয়ার জন্য।  অবশ্য আগে থেকে ওই সিএনজিতে যাত্রীবেশী দুজন ছিলেন বলে তিনি জানান (সুজনের বন্ধু)।  কিন্তু সুজন আর বাসায় ফিরেনি।

পড়ুন: ইঞ্জিনিয়ার সুজনকে খুঁজে পাচ্ছেন না স্বজনরা

মাকসুদ/নূর/সাইফ
    

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়