ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মিরপুরে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪১, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মিরপুরে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘শ্রমিকরা প্রথমে বেতন-ভাতার জন্য গার্মেন্টসে যান। কিন্তু বেতন-ভাতার আশ্বাস না পেয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। একসময় তারা মিরপুর-১০ নম্বর গোলচত্বর, মিরপুর-১৩ সহ আশপাশ এলাকায় বিক্ষোভ শুরু করেন। মালিক পক্ষের সঙ্গে কথা বলে তাদের আশস্ত করে পরিস্থিতে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।’

ঘটনাস্থল থেকে মিজান নামে এক শ্রমিক রাইজিংবিডিকে জানান, ওপেক্স গামের্ন্টসে তারা কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়ে মালিকপক্ষ তালবাহানা করছে। আজ সকালে বেতন-বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু বেতন-বোনাস না পেয়ে বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছে।

বিক্ষুদ্ধ শ্রমিকরা বলেন, ‘বেতন-বোনাস না দেওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না।’

তবে এ বিষয়ে মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ঢাকা/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়