ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কামাল লোহানী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কামাল লোহানী হাসপাতালে

দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করে তার ছেলে সাগর লোহানী বলেন, ফুসফুস ও কিডনির জটিলতার কারণে রোববার সকালে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় বাবাকে।

তিনি বলেন, বাবার ফুসফুস ও শ্বাসজনিত সমস্যা রয়েছে। এছাড়া আগে থেকেই কিডনি সমস্যা রয়েছে। বাবা বর্তমানে কেবিনেই রয়েছেন। তবে রাইস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। সমস্যা অনেক দিন ধরেই। গত কয়েকদিনের মধ্যে অবস্থা বেশ গুরুতর হয়। তাই রোববার সকালে বাবাকে হাসপাতালে ভর্তি করাই।

কর্মজীবনে কামাল লোহানী দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতার শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় শীর্ষস্থানীয় পদে কাজ করেছেন।

সাংবাদিক ইউনিয়নে দুই দফা যুগ্ম সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও দুইবার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন এ বিশিষ্ট ব্যক্তিত্ব। ছায়ানটের সম্পাদক ছিলেন ৫ বছর। কামাল লোহানী উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা।


ঢাকা/ইয়ামিন/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়