ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আম্ফানের কারণে সব ঘাটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ১৯ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আম্ফানের কারণে সব ঘাটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

বঙ্গাপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ক্রমশই ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলীয় সীমনার দিকে। এ কারণে দেশের নদী ও সমুদ্রবন্দরগুলোকে বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানের কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে দেশের প্রায় সব ফেরি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর  কারণে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ(বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন) এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান রাইজিংবিডিকে জানিয়েছেন।

তিনি জানান, আম্ফানের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর, ভেদুরিয়া-লাহারহাটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে আবারও খুলে দেওয়া হবে।


ঢাক/আসাদ/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়