ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়াসহ বেতন-ভাতা ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নতুন এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়াসহ বেতন-ভাতা ব্যাংকে

করোনাভাইরাসের পরিস্থিতিতে ১০ মাসের বেতন ও তিনটি উৎসব ভাতা পাচ্ছেন নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

বুধবার (২০ মে) বেতন-ভাতার চেক ব্যাংকে পাঠানো হয়েছে।  এর মাধ‌্যমে শিক্ষক-কর্মচারীরা আগামী ৩১ মে পর্যন্ত বকেয়া বেতন-বোনাসের টাকা তুলতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বকেয়াসহ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা।  ১ হাজার ৪২৭ নতুন শিক্ষক গত বছরের আগস্টের ঈদুল আজহা, বৈশাখী ভাতা বকেয়া হিসাবে পাচ্ছেন। এছাড়া আসন্ন ঈদুল ফিতরের ভাতাও পাচ্ছেন।

প্রতিটি খাতের টাকার চেক আলাদা আলাদাভাবে ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়