ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তুরস্কে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান

উজবেকিস্তানের বর্তমান রাষ্ট্রদূত মসয়ূদ মান্নানকে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২০ এপ্রিল মসয়ূদ মান্নানের অবসরোত্তর ছুটিতে গেছেন। সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত করে চুক্তিতে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

মসয়ূদ মান্নান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত অধ্যাপক ড. এম এ মান্নানের বড় ছেলে।  ১৯৮৪ সালে মসয়ূদ মান্নান বিসিএস পররাষ্ট্র ক্যাডার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

 

হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়