Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২৩ রমজান ১৪৪২

ঈদের জামাত রেডিও-টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঈদের জামাত রেডিও-টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আহ্বান

করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে সচেতন অনেক নগরবাসী ঈদ জামাতে যাবেন না।

এই জন্য ঈদের জামাত টেলিভিশন এবং রেডিওতে সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছে বাংলাদেশে গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন।

শনিবার (২৩ মে) অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এরই মধ্যে এ বিষয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ এবং ধর্ম সচিব নুরুল ইসলাম বরাবর আবেদন পাঠানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদুল ফিতরের জামাতে সকল বয়সের পুরুষ মানুষ শামিল হয়। ফলে সামাজিক দূরত্ব রক্ষা করা অনেক ক্ষেত্রেই সম্ভব হবে না। এতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

এজন্য ঈদের জামাত বাংলাদেশ টেলিভিশন ও রেডিও (বাংলাদেশ বেতার) এর মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হলে সচেতন অধিকাংশ মানুষ নিজ আবাসে থেকেই নামাজটি আদায় করতে পারবেন এবং দেশের মানুষ ও দেশের কল্যাণে দোয়া করতে পারবেন।

প্রসঙ্গত, বাংলাদেশে আগামী সোমবার (২৫ মে) ঈদুল ফিতর পালিত হবে।

 

ঢাকা/হাসান/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়