ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘আম্ফানে’ ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘আম্ফানে’ ক্ষতিগ্রস্তদের ১১ লাখ ইউরো দেবে ইইউ

ঘূর্ণিঝড় ‘আম্ফানে’ ক্ষতিগ্রস্ত বাংলাদেশের  জনগণের জন্য ১১ লাখ ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (২৬ মে) ঢাকাস্থ ইইউর দূতাবাস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই মানবিক সহায়তা স্বাস্থ্যকর্মীদের মহামারি থেকে আক্রান্ত হওয়ার হাত থেকেও রক্ষা করবে। ইইউ দ্রুতই এই সহায়তা দেওয়া শুরু করবে।

এদিকে, ভারতে আম্ফানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৫ লাখ ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি।

প্রসঙ্গত, সম্প্রতি ঘূর্ণিঝড় আম্ফানে দেশে ১০ জন মারা গেছেন। বিপুল ফসলের ক্ষতি হয়েছে, আম-লিচুসহ অনেক ফল-মূল নষ্ট হয়েছে। সরকারি হিসেবে এই ঘূর্ণিঝড়ে দেশে ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।


ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়