ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় প্রথম আইনজীবীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৭, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় প্রথম আইনজীবীর মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শওকত হোসেন অপু (৫৪)। তিনিই প্রথম আইনজীবী যিনি করোনায় মারা গেলেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঢাকা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার পরিবারের অন্য সদস্যদেরও করোনা পজেটিভ। আট-দশ দিন আগেই টেস্টে তার করোনা ধরা পড়ে। তবে এতদিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

মারা যাওয়া আইনজীবী শওকত হোসেন অপুর নিকটাত্মীয় ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী ইলিয়াসুর রহমানও  একই কথা জানিয়েছেন।

জানা যায়, অ্যাডভোকেট অপু ডায়াবেটিসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

আইনজীবী অপুর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামে।  

সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।



ঢাকা/মেহেদী/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়