ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনার সময় স্বাস্থ্যসেবা বিভাগে সচিব পরিবর্তন!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনার সময় স্বাস্থ্যসেবা বিভাগে সচিব পরিবর্তন!

স্বাস্থ্যসেবা বিভাগে সচিব পদে পরিবর্তন আনতে পারে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের দায়িত্বে থাকা বর্তমান সচিব আসাদুল ইসলামকে সরিয়ে দেওয়া হতে পারে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসন সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসার দায়িত্বে থাকা প্রশাসনিক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব পদে পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামকে সরিয়ে তার জায়গায় নতুন সচিব দেওয়া হতে পারে।

স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেতে পারেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান।

বিসিএস অষ্টম প্রশাসন ব্যাচের কর্মকর্তা আবদুল মান্নান চলতি বছরের ২৭ জানুয়ারি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার থাকার সময় সচিব পদে পদোন্নতি পেয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হন।

স্বাস্থ্যসেবা বিভাগে নতুন সচিব দেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার নতুন সচিব আসার ইঙ্গিত দেন, তবে এ বিষয়ে বিস্তারিত বলতে চাননি।

নতুন স্বাস্থ্যসেবা সচিব নিয়োগের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জানান, এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি, হলে আপনারা জানতে পারবেন।


ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়