ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাসপাতালে অগ্নিকাণ্ড : ৫ সদস্যের তদন্ত কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ২৭ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হাসপাতালে অগ্নিকাণ্ড : ৫ সদস্যের তদন্ত কমিটি

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৭ মে) রাত পৌনে ১২টায় ফয়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কাকে কমিটির প্রধান করা হবে, কমিটি কত দিন পর তদন্ত প্রতিবেদন দেবে তা এখনো নিশ্চিত হয়নি। পরে বিস্তারিত জানানো হবে। তদন্ত কমিটি মূলত আগুন লাগার কারণ অনুসন্ধান করবে।’

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, হাসপাতালের বাইরে অস্থায়ী আইসোলেশন সেন্টারের তাঁবুর ভেতর অনেকেই ছিলেন। তাদের সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালের পাশে তৈরি করা অস্থায়ী করোনা আইসোলেশন ইউনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৫ জন করোনা রোগী পুড়ে মারা যান।

 

ঢাকা/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়