ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অভ্যন্তরীণ রুটে ১ জুন থেকে ফ্লাইট চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৫, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অভ্যন্তরীণ রুটে ১ জুন থেকে ফ্লাইট চালু

মহামারি করোনাভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (২৮ মে) বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মফিদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বিমান পরিবহনের অনুমতি দিয়েছে সরকার। তাই প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চালুর চিন্তা ভাবনা চলছে।’

প্রসঙ্গত, গত ২১ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। করোনার প্রাদুর্ভাব না কমায় কয়েক দফা এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মে পযর্ন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে এর মধ্যে কয়েকবার অভ্যন্তরীণ ফ্লাইট সীমিত পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত কার্যকর হয়নি।

 

ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়