ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘বিমানবন্দরে সব ধরনের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘বিমানবন্দরে সব ধরনের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে’

অভ্যন্তরীণ রুটে পরিচালিত ফ্লাইটগুলোর যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

অভ্যন্তরীণ রুটে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট শুরু করার প্রস্তুতি দেখতে শনিবার (৩১ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এসময় তার সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, সব যাত্রীকে প্লেনে ভ্রমণ করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার অনুরোধ করছি।

এ সময় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী অভ্যন্তরীণ টার্মিনালের নবনির্মিত বর্ধিতাংশ ও তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন।

বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, আমরা বিমানবন্দরে যেসব ব্যবস্থা নিয়েছি এবং উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে যে নির্দেশনা দিয়েছি, তা যথাযথভাবে অনুসরণ করে যাত্রীরা যদি সব স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করে তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি।

আগামী সোমবার (০১ জুন) থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল শুরু হবে।


ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়