ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মার্কিন নাগরিকদের পঞ্চম বিশেষ ফ্লাইট ৩ জুন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মার্কিন নাগরিকদের পঞ্চম বিশেষ ফ্লাইট ৩ জুন

করোনা পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত ও আটকে পড়া মার্কিন নাগরিকদের নেওয়ার জন্য পঞ্চম দফায় আরও একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

রোববার (৩১ মে) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় জানানো হয়েছে, আগামী ৩ জুন ঢাকা থেকে এ বিশেষ ফ্লাইট নিউইয়র্ক যাবে।

জানা গেছে, এই বিশেষ ফ্লাইটে প্রতিজনের টিকিটের দাম পড়বে ১৭ হাজার ডলার করে। নিজস্ব ব্যয়ে নাগরিকরা দেশে ফিরতে পারবেন এই ফ্লাইটে।  

করোনাভাইরাস পরিস্থিতিতে প্লেন চলাচল বন্ধ থাকায় এর আগে আরও চার দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঢাকা ত্যাগ করেছেন।

প্রথম দফায় গত ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। দ্বিতীয় দফায় ৬ এপ্রিল একটি ফ্লাইটে ৩২২ জন মার্কিন নাগরিক ঢাকা ত্যাগ করেন। তৃতীয় দফায় গত ১৩ এপ্রিল ৩২৮ জন এবং চতুর্থ দফায় ২১ এপ্রিল আরও বেশ কয়েকজন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন।

 

ঢাকা/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়