ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় এক দিনে মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় এক দিনে মৃত্যুর রেকর্ড

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪০ জন মারা গেছেন, যা বাংলাদেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ২৪ মে সর্বোচ্চ ২৮ করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

নতুন করে ২ হাজার ৫৪৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন। মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।

রোববার (৩১ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩৩ জন পুরুষ, ৭ জন নারী। ২৮ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের ৮ জন, খুলনার ২ জন, রাজশাহীর একজন এবং রংপুর বিভাগের ১ জন।

মৃতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন।


ঢাকা/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়