ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদের বাম জোটের বিক্ষোভ ২ জুন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদের বাম জোটের বিক্ষোভ ২ জুন

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ২ জুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি।

রোববার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বাম গণতান্ত্রিক জোটের সংগঠনের সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবির অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

বক্তারা বলেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু যখন ঊর্ধ্বমুখী, তখন প্রয়োজন ছিল আরো কঠোর লকডাউন। কিন্তু সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং টেকনিক্যাল কমিটিসহ সবার মতামত উপেক্ষা করে অফিস-আদালত, দোকানপাট, গণপরিবহনসহ সবকিছু খুলে দিয়ে জনগণকে আরো মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলেছে।

তারা বলেন, সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়ভাবে একতরফা মালিকদের স্বার্থ রক্ষায় বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এটা করোনায় বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য মড়ার উপর খাড়ার ঘা।
 


ঢাকা/মামুন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়