ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যাত্রী পরিবহন-সংক্রান্ত অ্যাপের কার্যক্রম বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যাত্রী পরিবহন-সংক্রান্ত অ্যাপের কার্যক্রম বন্ধ থাকবে

যাত্রী পরিবহন-সংক্রান্ত যাবতীয় অ্যাপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

করোনাভাইরাস মহামারির মধ্যে সাধারণ ছুটি না বাড়িয়ে রোববার (৩১ মে) থেকে অফিস ও গণপরিবহন খুলে দিয়েছে সরকার। তবে এ মুহূর্তেই চালু হচ্ছে না অনলাইন অ্যাপের মাধ্যমে যাত্রী পরিবহনসেবা।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষর (বিআরটিএ) পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, যাত্রী পরিবহন-সংক্রান্ত যাবতীয় অ্যাপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিধি বলবৎ থাকবে।  শনিবার (৩০ মে) সন্ধ্যায় যথাযথ কর্তৃপক্ষের কাছে এই নির্দেশনা পাঠিয়ে দিয়েছে বিআরটিএ।


ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়