ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করেছে বেসরকারি সংগঠন সেভ দ্য রোড।

সোমবার (১ জুন) সেভ দ্য রোড জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এ সমাবেশ চলে। 

সামাজিক দূরত্ব বজায় রেখে বক্তারা এ সময় বলেন, সরকারিভাবে ভর্তুকি দিয়ে গণপরিবহন ভাড়া স্বাভাবিক রাখার পাশাপাশি স্যানিটাইজার ও পরিচ্ছন্নতা তদারকির জন্য সেনাবাহিনীর একটি বিশেষ টিম দেওয়া হোক।  কোনভাবেই যেন ভাড়া বৃদ্ধি না হয় এবং স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয় অবশ্যই স্টপেজ ব্যবহার বাধ্যতামূলক করা।  সারা দেশে ৪৭ জেলা কমিটির ৪৭ জন ও কেন্দ্রীয় কমিটির কমপক্ষে ২০ জনকে যোগাযোগ সেক্টরের জেলা ও কেন্দ্রীয় সব পদক্ষেপে যুক্ত রাখা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে সাথে কঠোরভাবে বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী ছাড়াও মহাসচিব শান্তা ফারজানা, বানাসাসের সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী বক্তব্য রাখেন।


মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়