ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সদরঘাটে ভিড়, স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সদরঘাটে ভিড়, স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই

ছবি: শাহীন ভূইয়া

দুই মাসের বেশি সময় পর ৩১ মে থেকে নৌযান চলাচল শুরু হয়েছে। প্রথম দুই দিনের তুলনায় মঙ্গলবার (২ জুন) সদরঘাটে যাত্রীদের বেশি ভিড় দেখা গেছে। তবে অনেকেই সামাজিক দূরত্ব ও অন‌্যান‌্য স্বাস্থ্যবিধি মানছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার ভোর থেকে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে ১০ জেলার উদ্দেশে লঞ্চ ছেড়ে গেছে। আবার বিভিন্ন জেলা থেকে কয়েকটি লঞ্চ সদরঘাটে এসেছে। প্রত্যেক নৌযানে ভিড় ছিল। 

সদরঘাট টার্মিনাল থেকে ৪২টি রুটে দেড় শতাধিক লঞ্চ চলাচল করে। এখন রোটেশন পদ্ধতিতে ৮০টি লঞ্চ চলছে।

সদরঘাটে গিয়ে দেখা যায়, টার্মিনালের প্রবেশপথে ভিড়। অধিকাংশ যাত্রীর মুখে মাস্ক দেখা গেলেও সামাজিক দূরত্বসহ অন‌্যান‌্য স্বাস্থ্যবিধি মানছেন না তারা। লঞ্চে প্রবেশের সময় জীবাণুনাশক দেওয়া হচ্ছে যাত্রীদের হাতে। শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু অনেকেই তাপমাত্রা মাপছেন না। সকালে যাত্রীর চাপ কম থাকায় সামাজিক দূরত্ব মানা সম্ভব হলেও দুপুরের পর থেকে যাত্রীদের ভিড় বাড়ায় তা সম্ভব হচ্ছে না। বিশেষ করে ডেকের যাত্রীরা সামাজিক দূরত্ব রক্ষা করছেন না।

সদরঘাট টার্মিনালে ছয়টি জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরো ১৪টি জীবাণুনাশক টানেল বসানো হবে।

পিরোজপুরগামী এম জামাল খান বলেন, ‘দুপুরে ১টার দিকে পরিবার নিয়ে টার্মিনালে এসেছি। এখানে দেখছি, অনেকেই  স্বাস্থ্যবিধি মানছেন না। কে কার আগে যাবেন সে প্রতিযোগিতা করছেন। দায়িত্বরত কর্মকর্তা মাইকে স্বাস্থ্যবিধি মানার কথা বললেও অধিকাংশ মানুষ তা শুনছেন না।’

এমভি ঈগল লঞ্চের মাস্টার মো. আবদুল্লাহ বলেন, ‘লঞ্চ ধুয়ে-মুছে তাতে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। যাত্রীদের হাতে দেওয়া হয়েছে জীবাণুনাশক। মাস্কের ব্যবহার নিশ্চিত করে যাত্রীদের ওঠানো হচ্ছে। তবে অনেক যাত্রী স্বাস্থ্যবিধি মানতে চাইছেন না।’

এক লঞ্চ মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সমিতির কয়েক নেতা রোটেশন পদ্ধতিতে লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে যাত্রীর তুলনায় নৌযান কম হওয়ায় স্বাস্থ্যবিধি মানা কষ্টকর হয়েছে। সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।’

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শহীদুল ইসলাম ভুইয়া বলেন, ‘আমরা সরকারের সব সিদ্ধান্ত মেনে ৩১ মে থেকে লঞ্চ চালাচ্ছি। স্বাস্থ্যবিধি মানতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিচ্ছি। যাত্রীর চাপ বাড়লে নৌযানের সংখ্যা বাড়ানো হবে।’ 

রাজধানীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জোহেব ইমতিয়াজ জামিল বলেন, ‘বাইরে চলাচলের সময় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। লঞ্চ ও বাসে শারীরিক দূরত্ব (ন্যূনতম তিন ফুট) বজায় রাখতে হবে। নৌযানে প্রতিবার টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।’

বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) কাজী ওয়াকিল নওয়াজ বলেন, ‘যাত্রীদের  স্বাস্থ্য সুরক্ষায় টামির্নালে ১৪টি জীবাণুনাশক টানেল বসানো হবে। স্বাস্থ্যবিধি রক্ষার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন করছে কি না, সামাজিক দূরত্ব বজায় রাখছে কি না, তা মনিটরিং করা হচ্ছে। যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

ঢাকা/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়