ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সোয়া ৬ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সোয়া ৬ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার

করোনাভাইরাসের মতো দুর্যোগের সময়ে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারের সোয়া ৬ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

মঙ্গলবার (০২ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন।  এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি  ৪১ লাখ ১৮ হাজার ৪৮৮টি এবং লোকসংখ্যা ৬ কোটি ২৩ লাখ ১৪ হাজার ৪০৯ জন।

এছাড়া নগদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১১০ কোটি টাকা।  এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৮৪ লাখ ৭ হাজার ১০৭টি এবং লোক সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ৭৯ জন।

আর শিশু খাদ্য সহায়ক হিসাবে বরাদ্দ করা হয়েছে ২৩ কোটি ৯৪ লাখ টাকা।  এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৬ লাখ ১০ হাজার ২৫১টি এবং লোক সংখ্যা ১২ লাখ ৮৪ হাজার ২০০ জন।



ঢাকা/ আসাদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়