ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পুলিশের ৫ হাজারের বেশি সদস্য করোনায় আক্রান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পুলিশের ৫ হাজারের বেশি সদস্য করোনায় আক্রান্ত

পুলিশের ৫ হাজারের বেশি সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (০২ জুন) পুলিশ হেডকোয়ার্টার্স এর সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৩৩ জন।  এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭০৬ জন।

বাহিনীটির ৫ হাজার ৩১২ জন সদস্য কোয়ারেন্টাইনে আছেন, আইসোলেশনে আছেন ১ হাজার ৩২২ জন।  এছাড়া সুস্থ হয়েছেন ২ হাজার ২২ জন।  আর মারা গেছেন ১৫ জন।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি সোহেল রানা রাইজিংবিডিকে জানান, মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নির্দেশে একটি উচ্চপর্যায়ের টিম গঠন করা হয়। আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য মূলত তাদের সঠিক তত্ত্বাবধান এবং চিকিৎসকদের আন্তরিকতার কারণেই পুলিশ সদস্যরা সুস্থ হচ্ছেন।  তবে সম্মুখভাগে জনগণের সেবা করতে গিয়ে অনেকেই নতুন করে আক্রান্ত হচ্ছেন।


ঢাকা/মাকসুদ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়