ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে ‘সম্ভাবনা’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে ‘সম্ভাবনা’

করোনা মহামারির কারণে পুরো পৃথিবী সংকটে আছে। অনেক মানুষ কর্মহীন হয়েছেন। খাদ‌্য সংকটে আছেন অনেকে। এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘সম্ভাবনা ইয়ুথ ফর বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মুশফিকা জান্নাত নিশাত বলেছেন, ‘খাদ্য সহায়তার পাশাপাশি আমরা আমাদের স্কুলের শিক্ষার্থীদের দূরপাঠ অব্যাহত রেখেছি। একই সাথে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এ মাসের মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে অনিন্দিত নারী মিনি গার্মেন্টস প্রকল্প। এর মাধ্যমে আমরা এ বছর ১০০ নারীকে সেলাইয়ের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে সাহায‌্য করব।’

সম্প্রতি উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। দীর্ঘদিন কর্মহীন থাকায় মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো আছে তীব্র খাদ্য সংকটে। এবার ঈদ তাদের কাছে খুশির বার্তা আনেনি। শহরের পথশিশুদের অবস্থা আরো শোচনীয়। প্রত্যেক বছর বিভিন্ন সংগঠন ঈদে পোশাক দিলেও এ বছর কিছুই পায়নি তারা। ঈদে কী খাবে, সেই নিশ্চয়তাও ছিল না। সুবিধাবঞ্চিত এসব শিশুর কথা ভেবে সম্ভাবনা ইয়ুথ ফর বাংলাদেশের সদস‌্য স্কুল-কলেজের একদল শিক্ষার্থী ঠিক করেন, এবার ঈদে সুবিধাবঞ্চিত মানুষের মুখে তুলে দেবেন ভালো খাবার। সম্ভাবনার আয়োজনে ঈদের দিন শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর ১২, পল্লবী, কালশী, গুদারাঘাট বস্তির ৫০০ পথশিশু, বস্তির সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে নানা খাবার।

এ সম্পর্কে সম্ভাবনার স্বেচ্ছাসেবকরা বলেন, ‘রমজান মাসজুড়ে আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি প্রায় সাড়ে ৫ হাজার মানুষের মাঝে। মানুষগুলোর সাথে আমাদের আত্মীয়তার বন্ধন তৈরি হয়েছে। তারা কষ্টের কথা আমাদের কাছে বলত। আমরা প্রতিটি মানুষের হাড়ির খবর জানি। অনেক মানুষের ঈদে ভালো খাওয়ার সামর্থ্য ছিল না। তাই এবার ঈদে আমরা সবাই মিলে পরিকল্পনা করি ওদের নিয়ে ঈদ পালন করার।’

সম্ভাবনার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বিতরণ কার্যক্রমের পরিচালক আরিফুল ইসলাম বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে আমাদের তরুণরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। পাশাপাশি নিজেদের খুশি ভাগ করে নিচ্ছে সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে। এত খারাপ সংবাদের ভিড়ে এটি একটি আশা জাগানিয়া সংবাদ।’

প্রসঙ্গত, করোনা সংকটের প্রথম দিন থেকে সম্ভাবনা ৪ হাজারের অধিক মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। এর মাধ্যমে ১০২৫টি পরিবার উপকৃত হয়েছে। পাশাপাশি রমজানে প্রতিদিন মিরপুরে দুই শতাধিক মানুষকে ইফতার দেওয়া হয়েছে। পুরো কাজটি করেছে সম্ভাবনা ইয়ুথ ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা।


ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়