ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মালয়েশিয়া থেকে ফিরলেন আরও ১৪০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মালয়েশিয়া থেকে ফিরলেন আরও ১৪০ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে মালয়েশিয়ায় আটকে পড়া আরও ১৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন।  এর আগে প্রথম দফায় ১৬০ জন বাংলাদেশি দেশে ফেরেন।

বুধবার (০৩ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইট ১৪০ বাংলাদেশিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানিয়েছে, মালয়েশিয়া থেকে সবাই হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। 

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশ পথে যোগাযোগ বন্ধ রয়েছে।  তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

 

ঢাকা/নূর/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ